শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

৮ কোটি টাকা ব্যয়ে ১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। শনিবার সকাল থেকে দিনব্যাপি হবিগঞ্জ পৌরসভা, সদর উপজেলার তেঘরিয়া, পইল, লস্করপুর ও রাজিউড়া ইউনিয়নে এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো-তেঘরিয়া ইউনিয়নের রামপুর-গোবিন্দপুর রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ, তেঘরিয়া থেকে টঙ্গিরঘাট পর্যন্ত রাস্তা মেরামত, হবিগঞ্জ পৌর ভূমি অফিস ভবন নির্মাণ, লস্করপুর ইউনিয়নের মাছুলিয়া ব্রীজ থেকে মশাজান ব্রীজ পর্যন্ত রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষন, পইল ইউনিয়নে ভূমি অফিস ভবন নির্মাণ, আউশপাড়া থেকে হাাতিরথান পর্যন্ত রাস্তা মেরামত, লস্করপুর ইউনিয়নে আউশপাড়া থেকে হাতির থান পর্যন্ত রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষন, ধুলিয়খাল থেকে কটিয়াদী বাজার হয়ে সুলতানশী মাজার রোড মেরামত ও রক্ষণাবেক্ষণ, কটিয়াদী বাজার থেকে লস্করপুর ইউনিয়ন পরিষদ হয়ে ওয়াবদার বাঁধ পর্যন্ত রাস্তা মেরামত ও রক্ষনাবেক্ষণ, রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজার থেকে সানাবই রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষন। এছাড়াও রিচি ইউনিয়নের তিতখাই থেকে মির্জাপুর রাস্তার উন্নয়ন, হবিগঞ্জ পৌরসভার গরুর বাজার রাস্তা, পইল ইউনিয়নের মাছুলিয়া ব্রীজ থেকে মশাজান ব্রীজ হয়ে রাস্তা এবং লাখাই আর এন্ড এইচ রোড থেকে রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজার রাস্তা মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
প্রায় আট কোটি টাকার এই উন্নয়ন বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে অন্যান্যের মাঝে সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত হাসান রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সদর উপজেলা সহকারী প্রকৌশলী এমদাদ হোসেন, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শেখ কামালসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে রাজিউড়া ইউনিয়নে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি’র বক্তৃতায় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বিগত ১০ বছরে হবিগঞ্জে যোগাযোগসহ সকল ক্ষেত্রেই বৈপ্লবিক উন্নয়ন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দেড়শ’ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ-লাখাই সড়ক নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন তিনি। এ সময় বিএনপি সরকারের দুর্নীতি আর অনিয়মের সমালোচনা করে আওয়ামী লীগ সবসময় জনগণের সুখে-দু:খে পাশে থাকে বলে উল্লেখ করেন তিনি।
রাজিউড়া ইউনিয়ন আওযামী লীগের সভাপতি এমরান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com