শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

স্বাধীন বাংলাদেশে আওয়ামী সরকারের কাছে জনগণ জিম্মি-শেখ সুজাত মিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৩৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি সম্ভব। তিনি বলেন, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অত্যাচারে জনগণ অতিষ্ট, স্বাধীন বাংলাদেশে আওয়ামী সরকারের কাছে জনগণ জিম্মি হয়ে আছে, স্বাধীন দেশে কোনো কিছুরই স্বাধীনতা নেই, পরাধিন দেশে আমরা বসবাস করছি।
গত মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইয়াছিনী, উপজেলা মৎসজীবিদলের সভাপতি সাহেব আলী, জাহাঙ্গীর আলম সাজিদুর রহমান সাজিদ, আহাম্মদ ঠাকুর রানা, আব্দুল বাছিত আজাদ, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, শাহ রুহেল, মহিবুল ইসলাম মবু, আলমগীর মিয়া, মিজানুর রহমান মিজান,যুবদল নেতা আবুল খায়ের টিসা, শাহেল আহমদ প্রিন্স, আবুল কালাম মিঠু, শামীম আহমেদ, খালিছ মিয়া, রুহুল আমিন শমসের, শেখ শিপন, মিটন আহমেদ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবন্দ উপস্থিত ছিলেন। এর আগে সূর্য উদয়ের সাথে সাথে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গরিব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com