মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

বেগম জিয়া ও মুরাদের মুক্তির দাবিতে নবীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৪৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলম মুরাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে নতুন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলাউর রহমান, জুবায়ের আহমেদ সুমন, মীরজাহান মিয়া, আব্দুল কদ্দুস, রফিকুজ্জামান চৌধুরী তুহিন, জহিরুল ইসলাম সোহেল, শফিকুল ইসলাম জুনেদ, কুতুব উদ্দিন আহমেদ মাখন, আল-আমিন চৌধুরী, কাজল আহমেদ, এসএম আলামীন, ফরহাদ আহমেদ, জাকারিয়া আহমেদ, কপিল আহমেদ, রকিব আহমেদ, সরোয়ার আহমেদ জেসন, সোহেদ মিয়া, সাইফুর রহমান, ফরহাদ হাসান (বাবু), নাঈম হোসেন, রাকিব মিয়া, রুহেল আহমেদ, রাসেল, আবু সালেহ, মকবুল মিয়া, জুলন উল্লাহ, রুবেল মিয়া, মোঃ নাবিদ মিয়া, হুমায়ূন আহমেদ, মুরাদ মিয়া, মোঃ আলাল মিয়া, এসএম আমীর হামজা, পিয়াস মিয়া, জাহেদ মিয়া, মোহন আহমেদ, মহসিন সিকদার, মিন্টু মিয়া, জাকির আহমেদ, তারেক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মেনী আপোষহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশী রায়ে কারাবন্দি করে রাখা হয়েছে। তারই ধারাহিকতায় নবীগঞ্জে পৌর ছাত্রদলের সাবেক সভাপিত ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলম মুরাদসহ দেশের অসংখ্য বিএনপির নেতাকর্মীরা কারাবন্দি রয়েছেন ও বিভিন্ন সময় হামলা মামলার শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে সকল রাজবন্দিদের মুক্তির আহবান জানান। বক্তারা বলেন, ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচনের পূর্ববর্তী নাশকতার অভিযোগে মোশাহিদ আলম মুরাদসহ ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বক্তারা অবিলম্বে কারাবন্দি নেতা মোশাহিদ আলম মুরাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com