স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বামকান্দি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্র“য়ারি বামকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রোমন মিয়া সুজন। সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মোঃ আকরাম আলী, বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ নূর মিয়া পেশকার, সংগঠনের সদস্যবৃন্দ ডাঃ মোঃ সুজন রাসেল, মোঃ আব্দুল হক, মোঃ লুৎফুর রহমান, মোঃ মোফাচ্ছির হাসান, মোঃ অলিউর রহমান, মোঃ আসাদুল আমীন, মোঃ ইসমাঈল হোসেন, মোঃ রুবেল আহমেদ, হাফেজ মোঃ আক্তারুজ্জামান, মোঃ হৃদয় আহমেদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।