বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

বিএডিসি বানিয়াচং ইউনিটে অনিয়ম ॥ কৃষক ও সেচ চার্জের তালিকা জানেন না বিএডিসি কর্মকর্তা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিএডিসি বানিয়াচং ইউনিটে ব্যাপক অনিয়ম চলছে। নীতিমালা উপেক্ষা করে অনুমোদন দেয়া হচ্ছে সেচ সংযোগের। সরেজমিন বিএডিসি বানিয়াচং (ক্ষুদ্রসেচ) ইউনিট এ গিয়ে এ অনিয়মের চিত্র পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী বিএডিসির আওতাধীন সেচের সংযোগ অনুমোদনের পূর্বে সেচ চার্জের তালিকা অফিসে প্রদান করার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। এতে করে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়টি বিএডিসির কর্মকর্তার দেখভাল করার কথা থাকলেও তিনি তা করছেন না। বানিয়াচং, আজমিরীগঞ্জ এবং নবীগঞ্জ থানাধীন বিদ্যুত ও ডিজেল চালিত ৫২টি সেচ প্রকল্পের মধ্যে বিরাট শিবপাশা দ্বি-উত্তোলন সেচ প্রকল্প প্রতি একর ১৪শ২০ টাকা, রতœা ভাসমান সেচ প্রকল্প প্রতি একর ১২শ৫০ টাকা এবং মাটিকাটা সেচ প্রকল্প প্রতি একর ২ হাজার ১শ টাকার সেচ চার্জ ছাড়া অন্য সেচ প্রকল্পের সেচ চার্জ সম্পর্কে অবগত নন বিএডিসি কর্মকর্তা। সেচ সংযোগ নেয়ার পূর্বে বিএডিসির আবেদন ফরমের ৯নং কলামে সেচ চার্জ কত নেয়া হচ্ছে তা স্পষ্ট করে উল্লেখ থাকার কথা থাকলেও বিএডিসি কর্মকর্তা তা দেখাতে পারেন নি। ঝিংড়ি পাড় সেচ প্রকল্প, আলপুর ও নাগুড়াবন্দ সেচ প্রকল্প, মাহমুদপুর সেচ প্রকল্প, শাহনগর রসুলপুর ভাসমান সেচ প্রকল্প, ছেইছার বন্দ সেচ প্রকল্প, মোহাম্মদপুর সেচ প্রকল্প, নাতারজান সেচ প্রকল্প, মীরের টুক সেচ প্রকল্প, উত্তর দেবপাড়া সেচ প্রকল্প, মেওতৈল সেচ প্রকল্প মাঘরী সেচ প্রকল্প, সপ্তবন সেচ প্রকল্প, খোয়াই নদী কাটাগাং সেচ প্রকল্প, কাটালিয়া ২ সেচ প্রকল্প, ইছার বন্দ সেচ প্রকল্প, খালপাড় সেচ প্রকল্প, গঙ্গাজল সেচ প্রকল্প, খুটিয়ারবন্দ ১ সেচ প্রকল্প, খুটিয়ার বন্দ ২ সেচ প্রকল্প, পদ্মতারা সেচ প্রকল্প, রতœা ঝিংড়ি সেচ প্রকল্প, বঙ্গজভাদে সেচ প্রকল্প, ইসলামপুর সেচ প্রকল্প, রূপালী গনকু সেচ প্রকল্প, মারুলিয়া সেচ প্রকল্প, সাতাই নদীর উত্তর পাড়া সেচ প্রকল্প, কাটালিয়া ১ সেচ প্রকল্প, পাড়াগাও, সাতমহল্লা ও মাছুয়াবাদ সেচ প্রকল্প, সপ্তবন্দ সেচ প্রকল্প, ভন্ডারগুল সেচ প্রকল্প, শষ্যাউড়া, দিঘলবাগ নলগড়া সেচ প্রকল্প, কারিকোনা সেচ প্রকল্প, বড়কান্দি সেচ প্রকল্প, সুনাকান্দি নলগুড়িয়া সেচ প্রকল্প, লহরজপুর সেচ প্রকল্প, কারিকোনা সেচ প্রকল্প, বংচক সেচ প্রকল্প, জোড়ানগর সেচ প্রকল্প, আহাম্মদপুর সেচ প্রকল্প, ভবানীপুর সেচ প্রকল্প, কোনারবন্দ সেচ প্রকল্প, সমসরপুর সেচ প্রকল্প, হাসানপুর সেচ প্রকল্প, বড়কাপন সেচ প্রকল্পের সেচ চার্জ সম্পর্কে বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, বানিয়াচং, আজমিরীগঞ্জ এবং নবীগঞ্জসহ ৩টি উপজেলার দায়িত্ব পালন করতে গিয়ে এসবের খোঁজ নেয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। নিয়মানুযায়ী সেচ প্রকল্পগুলো সেচ সংযোগ নেয়ার পূর্বেই আবেদন ফর্মে সেচ চার্জের কথা উল্লেখ থাকার বিধান রয়েছে। এগুলো না দেখে কেন সেচ প্রকল্পগুলোর সংযোগ প্রদানের জন্য উপজেলা সেচ কমিটির সভাপতির বরাবরে সংযোগ এর জন্য সুপারিশ প্রেরন করলেন এমন প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। এখন পর্যন্ত কতগুলো সেচ প্রকল্প সরজমিন পরিদর্শন করা হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি তাও এড়িয়ে যান। মাঠ পর্যায়ের অধিকাংশ কৃষকের সাথে আলাপকালে তারা জানান, এখন পর্যন্ত বিএডিসির কোন কর্মকর্তাকে তারা মাঠ পর্যায়ে দেখতে পান নি। এমনকি অধিকাশ কৃষকই বিএডিসির অফিস কোথায় আছে তাও জানেন না। কৃষি ও কৃষকের স্বার্থে প্রত্যেকটি সেচ প্রকল্পগুলোর সরকারী সেচ চার্জ কৃষককে অবহিত করণের ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com