বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

নবীগঞ্জে প্রেমিকা হত্যার দায়ে প্রেমিকের ফাঁসি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৫২৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আলোচিত কলেজ ছাত্রী তন্নী রায় ধর্ষণ ও হত্যা মামলার আসামী রানু রায়ের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ আদালত। গতকাল সোমবার ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ রেজাউল করিম এ রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত রানু রায় (২৭) নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের কানু রায়ের পুত্র। চাঞ্চল্যকর এ মামলার রায়ে সন্তোষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবী জানিয়েছেন তন্নীর পরিবার ও নবীগঞ্জবাসী।
সূত্র জানায়, তন্নী রায় পৌর এলাকার শিবপাশা গ্রামের বিমল রায়ের কন্যা নবীগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তন্নী রায় বিগত ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে নবীগঞ্জ শহরতলীর শেরপুর রোডস্থ ইউকে আইসিটি ইন্সটিটিউট কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বেড় হয়ে আর ফিরেনি। তার নিখোঁজের ঘটনায় নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন তন্নী রায়ের বাবা বিমল রায়। এর ৩ দিনের মাথায় তন্নী রায়ের বস্তাবন্দি লাশ নবীগঞ্জ শহরতলীর শাখা বরাক নদীর গড়মুরিয়া ব্রীজের নীচ থেকে উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। তন্নী নিখোজের পর থেকেই সন্দেহের তীর পড়ে রানুর দিকে। লাশ উদ্ধারের পর রানুকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এর পর রানুকে গ্রেফতারের দাবীতে আন্দোলনে নামে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন। হত্যাকান্ডের ২০ দিনের মাথায় ডিবি পুলিশ বি-বাড়িয়া থেকে অভিযান চালিয়ে রানুকে গ্রেফতার করে। পরদিন হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তন্নীকে হত্যার কথা স্বীকার করে। আদালতে রানু জানায়, ‘তন্নীর সাথে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর কারণে ১৭ সেপ্টেম্বর শনিবার প্রেমিক রানু রায়ের ডাকে সাড়া দিয়ে তন্নী কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে তার বাড়িতে যায়। যাওয়ার পর তন্নীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বার্তার এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয়। রানু রায় এ সময় তন্নীকে থাপ্পর দেয়। এরপর তন্নীর গলা চেপে ধরে রানু। এক পর্যায়ে তন্নী মৃত্যুর কোলে ঢলে পরে।
গত ১ ও ২ জানুয়ারী আইনজীবীদের যুক্তিতর্ক শেষে গতকাল সোমবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রেজাউল করিম আলোচিত এই মামলার রায়ে আসামী রানু রায়কে ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারা মোতাবেক ৩ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস জেল দেন।
তন্নী রায়ের বাবা বিমল রায় জানান, ‘আমার মেয়ে তন্নীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আসামী রানু’র মৃত্যুদন্ড রায় দেওয়ায় আমরা সন্তুষ্ট। এ রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান তিনি।
রায়ে সন্তুষ্ট তন্নীর ভাই বিভাষ রায় দ্রুত এ রায় কার্যকরের দাবি জানিয়ে বলেন, ‘আমি চাই, আমার বোনের মত আর কেউ যেন এ ধরনের ঘটনার শিকার না হয়। দেশের অন্য বিচারপ্রার্থীরা যেন দ্রুত ন্যায় বিচার পায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com