রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জে নদীর ইজারা নিয়ে এলাকায় উত্তেজনা

  • আপডেট টাইম বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম গালিমপুর গ্রামের পার্শ্ববর্তী মরকা কালনী গোলমা নদীর ইজারা নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তকারী কর্মকর্তারা। উল্লেখিত নদীর নিকটবর্তী বাসিন্দা পশ্চিম গালিমপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক নিখিল নম সহ মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, তাদের বাড়ি এই নদীর নিকটবর্তী হওয়া স্বত্ত্বেও রহস্যজনকভাবে নদীর দুরবর্তী আরেকটি সমিতিকে উক্ত নদীটি ইজারা প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে প্রকৃতপক্ষে নদীর ইজারা দাবীদার পশ্চিম গালিমপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক নিখিল নম গত ১১ ডিসেম্বর বাদী হয়ে উক্ত নদী ইজারার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অতিরিক্ত কমিশনার (রাজস্ব) এর আদালত সিলেটে আপিল করেন।
নালিশা জলমহাল হতে টেন্ডারে অংশ গ্রহনকারী সমিতি দ্বয়ের সঠিক অবস্থান নির্ধারণের জন্য আরডিসি, জেলা মৎস্য কর্মকর্তা ও জেলা সমবায় অফিসার হবিগঞ্জ এর সমন্বয়ে কমিটি গঠন করে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসককে বলা হয়।
এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আরডিসি নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসার ও উপজেলা সার্ভেয়ার সমন্বয়ে ৩ সদস্যের একটি টিম সরেজমিন পরিদর্শন করেন। এতে উভয় পক্ষের সমিতির সঠিক কাগজ পত্র যাচাই বাছাই করেন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ইয়াছিন আরাফাত রানা বলেন বিরোধপূর্ণ জলমহালটির নিকটে যাদের বাড়ী সেটাই নির্ধারণ করে প্রতিবেদন দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com