স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুরের গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্বাস উদ্দিনকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল খালের পুত্র। জানা যায়, আব্বাস উদ্দিন বাড়ী যাওয়ার পথে কোর্ট ষ্টেশন চাষি বাজার সংলগ্ন বাইপাস সড়কে পৌছামাত্র পূর্বে থেকে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। হামলাকারীদের উপর্যুরি আঘাতে ক্ষতক্ষিত আব্বাস উদ্দিনের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা আব্দুর রউফ মিন্টু নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং আলামত সংগ্রহ করে।