সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে মহাজোটের প্রার্থী আতিকের জন্য দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মহাজোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের জন্য দোয়া কামনায় মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় পার্টির নবীগঞ্জ শহরের অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মিলাদ মাহফিলের পূর্বে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাস্টার আব্দুর রকিবের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি কমান্ডার এম এ খালেকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য জাতীয় পার্টি নেতা আব্দুল কাইয়ুম, জাপা নেতা শহিদ চৌধুরী, মনর উদ্দিন, জাহান মিয়া, রুয়েল পাঠান, আশরাফুল আলম, শরিফ উদ্দিন, হানিফ উদ্দিন, উপজেলা শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া, ইনাতগঞ্জ ইউপি ছাত্র সমাজের সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি আবু ইউসুফ, উপজেলা যুবসংহতি নেতা এনামুল হক চৌধুরী এনাম, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মিটু দাশসহ আরো অনেকেই।
এ সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, জাতীয় পার্টির সকল ভেদাভেদ ভুলে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে দেশ ও দলের স্বার্থে মহাজোটের পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে মোনাজাত পরিচালনা করেন জাতীয় উলামা পার্টির নেতা মাওঃ মোশাহিদ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com