বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ-লাখাইয়ে ৩ দিনে ১৫ কোটি টাকার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর, সদর ও লাখাই উপজেলায় গত ৩ দিনে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন এবং দুইটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এর মাঝে ৭৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ১ম তলা ভবন নির্মাণ, লাখাই উপজেলার রাঢ়িশাল-করাব উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বহুতল ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, একই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে বহুতল ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ সম্পন্ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এছাড়াও ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সদর উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারীর উদ্বোধন করেন সংসদ সদস্য।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্টায় উল্লেখিত প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোর নির্মাণ কাজ শেষ হলে প্রতিটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হবে।
একইদিন বিকালে সদর উপজেলার পোদ্দারবাড়ি ডিআর হইতে গোপালগঞ্জ বাজার ভায়া দিঘলবাক রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই প্রকল্পে ব্যয় হচ্ছে ৬৭ লাখ টাকা। পরে এমপি আবু জাহির আরো ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে বহুলা খালের ব্রীজ উত্তর পার থেকে আনন্দপুর পশ্চিম পাড়ের রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার জানান, রাস্তা দু’টির উন্নয়ন কাজ সমাপ্ত হলে বহুলা তথা আশপাশের ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হবে। পাশাপাশি দুর্ভোগ থেকে উত্তোরণ পাবেন হাজার হাজার মানুষ।
পৃথক সময়ে ভিত্তি প্রস্তর স্থাপনকালে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহিনা খাতুন, লাখাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন মাস্টার, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, ফরহাদ আহমেদ আব্বাসসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ দিনে বৃন্দাবন সরকারি কলেজ, জেকেএন্ড এইচকে হাইস্কুল ও কলেজ এবং এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়সহ হবিগঞ্জ-লাখাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তায় প্রায় ১৫ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন এমপি আবু জাহির।
গতকাল উন্নয়ন কর্মকাণ্ডগুলোর উদ্বোধন শেষে আনন্দপুর মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করেন তিনি। উপস্থিত লোকজনের সামনে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানালে উপস্থিত গোপায়া ইউনিয়ন ও বিভিন্ন স্থান থেকে আসা লোকজন হাত তুলে আগামীতেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার প্রতিশ্র“তি দেন।
গোপায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট মোঃ আবুল কালামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জালাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন মেম্বার, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার সোনা মিয়া, বহুলা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ রইছ আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ।
লুকড়া ইউনিয়নের বামকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সমাবেশেও এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আবু জাহির। মোঃ অব্দুল হকের সভাপতিত্বে ও মোহন লাল গোপের পরিচালনায় এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আকরাম আলী, বিশিষ্ট মুরুব্বী জজ মিয়া, হাজী আমান উল্লাহ, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন কাজল, গাজী রফিক মিয়া, মোঃ লোকমান মিয়া, সাবেক মেম্বার ফেরদৌস মিয়া, কামরুল মিয়া, আব্দুস শহীদ, ফরিদ মিয়া, মিয়া হোসেন, আব্দুন নূর জাহির, সহকারী শিক্ষক আজিজুল ্ সিলাম, ডাঃ খালেক মিয়া, মোঃ লোকমান মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com