শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

নবীগঞ্জের আউশকান্দি অরবিট হাসপাতালের ডাক্তারের কাণ্ড !

  • আপডেট টাইম রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি অরবিট হাসপাতালের চিকিৎসক ডাঃ খায়রুল বাশারের বিরুদ্ধে সুস্থ্য শিশুকে রেফার্ড করে অভিভাবকদের হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সর্বত্র আলোচনা চলছে।
মৌলভীবাজারের মামুন হাসপাতালের ডাক্তার বিশ্বজিৎ ও নবীগঞ্জের আউশকান্দি অরবিট হাসপাতালের ডা. খায়রুল বাশারের মোবাইল ফোনে আলাপে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত শুক্রবার দুপুরে আলাপকালে ফোনালাপের কথা স্বীকারও করেছেন ডাঃ খায়রুল বাশার। এঘটনায় উপজেলা শুরু হয়েছে তোলপাড় ! সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলীর বাজার এলাকার রুবেল মিয়ার ৪০ দিন বয়সী শিশু ইসমত নাহার জিবার ঘন ঘন হেচকি’র কারণে অরবিট হাসপাতালে ডা. খায়রুল বাশারের শরণাপন্ন হন তার মা। সেদিন চিকিৎসক ঔষুধ দিয়ে দিলে শিশুকে জিবার পরিবার ফিরে আসেন। পরদিন শিশু জিবার কোনো উন্নতি না হলে আবারও কথা বলেন চিকিৎসক ডা. খায়রুল বাশারের সাথে। এসময় ডা. খায়রুল জানান, শিশুটির অবস্থা আশংকাজনক। লাখ লাখ টাকা দিয়েও অনেকে বাচ্চা পায়না জানিয়ে টাকার দিকে না তাকিয়ে দ্রুত মৌলভীবাজারের মামুন হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন। এবং সেখানে গিয়ে ডা. বিশ্বাজৎ এর ফোন থেকে ডা. খায়রুল বাশারকে ফোন দেয়ার জন্যও বলেন পরামর্শ দেন তিনি। আর্থিক সঙ্গতি না থাকলেও শিশুর প্রাণ রক্ষার্থে দ্রুত মৌলভীবাজার ছুটে যান শিশুর মা শিরিন আক্তার। সেখানে গিয়ে শিরিন আক্তার তার মোবাইল থেকে ডা. বিশ্বজিতের সাথে কথা বলেন ডা. খায়রুল বাশার। কল রেকডিং এ বলতে শোনা যায় (হুবহু) ঃ Ñ ডা.বিশ্বজিৎ ঃ দুলাভাই তোমার রোগী খুবই ভালা আছে কোনো সমস্যা নাই?
ডা. খায়রুলঃ শোন শোন হের মার সামনে মাতিস না, মা হচ্ছে হাইপারসেন্সেটিভ ভালাবুরা খওয়ার দরকার নাই রোগী খারাপ আছে চিকিৎসা কর !
ডা.বিশ্বজিৎ ঃ আইচ্ছা
ডা. খায়রুল ঃ ভালা জীবনেও কইস না, ভালা জীবনেও কইস না আমি তো জানি ভালা ! মা হচ্ছে হাইপারসেন্সেটিভ তাই বলছি ভর্তি করান !
ডা.বিশ্বজিৎ ঃ হ্যা তারা থাকবো অপজারবেশনে থাকবো !
ডা. খায়রুল ঃ ইনশেকশন টিনশেকসন মার নাইলে শান্তি অইতো না !
পরে সম্পুর্ণ সুস্থ্য জিবাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি ডা. বিশ্বজিৎ। সে অনুযায়ী রাতে ওই ক্লিনিকে ভর্তি করা হয় জিবাকে। পরে বিষয়টি আঁচ করতে পারেন জিবা’র মা। তাই পরদিন ক্লিনিক থেকে বাড়ি ফেরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com