স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহর থেকে প্রাইভেটকার ছিনতাইয়ের ১৪ দিন পর চট্টগ্রাম থেকে কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে ও আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে আটকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় আনা হয়। এর আগে গত ২০ আগস্ট বিকেলে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল-শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল-সুনাম গ্রামের মৃত মরম আলীর পুত্র জসিম মিয়া (৩০), বানিয়াচং উপজেলার তকবাজখানি গ্রামের রমজান খাঁর পুত্র মোঃ নুরুল আমীন খাঁ (২৫) ও বাগেরগাট জেলার মোড়লগঞ্জ থানার দেবরাজ গ্রামের মৃত আঃ মজিদ ওরফে আবু সরদারের পুত্র নজরুল মজুমদার (৩৫)। এর আগে ৭ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ পৌর শহরের বাল্লা রেলগেইট থেকে প্রাইভেটকারটি চুরি হয়। ৮ আগষ্ট প্রাইভেট কারটির মালিক ব্যবসায়ী কামরুল হাসান আব্বাস বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ১৬ আগস্ট গাড়ীটির সন্ধান পাওয়া যায় চট্টগ্রামে। পরে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের যোগাযোগ করা হলে তিনি জানান, একদল পুলিশ নিয়ে গাড়ীটি উদ্ধার করেন এবং জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে ও আটক করা হয়েছে। পরে শায়েস্তাগঞ্জ থানায় বার্তা দিলে থানার এসআই বাবুল সিংহ একদল পুলিশ নিয়ে চট্টগ্রাম থেকে প্রাইভেট কারসহ আটককৃতদের নিয়ে আসেন। ১৯ আগষ্ট গাড়ী চুরির অভিযোগে শায়েস্তাগঞ্জ থানায় জসিম মিয়াকে প্রধান আসামী করে নিয়মিত মামলা দায়ের করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ মানিকুল ইসলাম ছিনতাইকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন।