স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার কালনী গ্রামে সম্পত্তির জন্য জামিলা খাতুন (৫০) নামে এক বিধাবা মহিলার চোখ তুলে নিয়েছে ভাতিজা। প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার সময় এ ঘটনাটি ঘটে। জমিলা ওই গ্রামের মৃত ইয়ান উদ্দিনের স্ত্রী। সূত্র জানায়, বাড়ির সীম সীমানা নিয়ে একই গ্রামের জমিলার দেবর আকিল উদ্দিনের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আকিল উদ্দিন ও তার পুত্র সাহাব উদ্দিন জমিলার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় সাহাব উদ্দিন সাবুল দিয়ে জমিলাকে আঘাত করে। এক পর্যায়ে জমিলার ডান চোখ তুলে নেয়।