বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ পুলিশ বক্স উদ্বোধন সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের উদ্যোগে ॥ বিনা বিচারে ৩০ বছর পর কারাগার থেকে মুক্তি ফেলেন কনু মিয়া বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র থেমে নেই নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের কৃতিসন্তান সামিন আহমেদের যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফাস্ট ক্লাস অর্জন ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না-সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জ শহরে ‘স্বাদ’-এর পদার্পণ: ঘরেই মিলবে প্রিমিয়াম খাবার এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক -ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক শায়েস্তাগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি হৃদয় গ্রেফতার হয়নি নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরসভার আয়োজনে হজ্ব বিষয়ক বিশেষ প্রশিক্ষণ

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৭৫৯ বা পড়া হয়েছে

স্টঅফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ্ব বিষয়ক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ। রবিবার কিবরিয়া পৌর মিলনায়তনে বেলা ১১টায় প্রশিক্ষনের শুরু হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ তুফাজ্জল হক। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, প্রতি বছর সম্মানিত হজ্ব যাত্রীদের সুবিধার্থে দিনব্যাপী প্রশিক্ষনের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। মেয়র তাঁর বক্তব্যে হজ্বের যাত্রা শুরু করা হতে হজ্ব যাত্রীদের পালনীয় খুটিনাটি তুলে ধরেন। তিনি বলেন পৌরসভার হজ্ব প্রশিক্ষনের মাধ্যমে হজ্বযাত্রীগন হজ্বে গমনের পূর্বেই নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ পান। প্রধান অতিথি মাওঃ তুফাজ্জল হক, হবিগঞ্জ পৌরসভায় হজ্ব প্রশিক্ষনের মতো মহতী আয়োজনের প্রচলন করায় মেয়র আলহাজ্ব জি কে গউছের ভূয়শি প্রশংসা করেন। এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর কমিশনার মোহাম্মদ জুনায়েদ মিয়া। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ ফরিদ উদ্দিন। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল হাসিম, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন গাউছিয়া সুন্নী একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম সরওয়ার আলম। হজ্বের ফজিলত সম্পর্কে আলোচনা করেন আলহাজ্ব মাওঃ মুফতি এম এ মজিদ পিরিজপুরী, জিয়ারতে মদীনা সম্পর্কে আলোচনা করেন আলহাজ্ব মুফতি এটিএম নুর উদ্দিন জঙ্গী এবং পবিত্র হজ্ব ও ওমরাহ্্-এর শুরু থেকে প্রত্যাবর্তন পর্যন্ত সম্মানিত হজ্বযাত্রীদের সফরের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন আলহাজ্ব মাওঃ তুফাজ্জল হক। পবিত্র হজ্ব পালনকালে স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী। জোহরের নামাজের পর অনুষ্ঠানের মধ্যাহ্নভোজন পর্বে অংশগ্রহণ করেন প্রশিক্ষনার্থীরা। প্রশিক্ষন শেষে পরিচালিত হয় মোনাজাত। সবশেষে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে হজ্বযাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com