শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুস শহিদের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুস শহিদ মারা গেছেন। ঘটনার প্রায় দেড় মাসের মাথায় গতকাল মঙ্গলবার ভোর সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ মে নিহত আব্দুস শহিদের ভাতিজা ও মৃত হাজী আব্দুর রাজ্জাকের পুত্র আবু শ্যামার সাথে তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী ফিরোজ উল্লাহ পুত্র ইসলাম মিয়া, মৃত তারা মিয়া পুত্র সেজলু মিয়া, মৃত খোয়াজ উল্লাহ পুত্র আকরম উল্লাহ, মৃত কুতুব উল্লাহ পুত্র আব্দুর রকিব এর সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষই যার যার বাড়িতে চলে যায়। এঘটনার ঘণ্টাখানেক পর আবু শ্যামার চাচা আব্দুস শহিদ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এতে আব্দুস শহিদ গুরুতর আহত হলে তার পরিবার এর লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আব্দুস শহিদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা প্রেরণ করেন।
পরে তিনি ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসা নেন। অল্পদিন সেখানে চিকিৎসা শেষে তিনি বাড়িতে চলে আসেন।
গত সোমবার দিবাগত রাত ২টার দিকে আঘাতপ্রাপ্ত জায়গায় প্রচণ্ড ব্যাথা অনুভব করেন আব্দুস সহিদ। পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস শহিদের অবস্থা বেগতিক দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেট নিয়ে যাওয়ার পথিমধ্যে আউশকান্দি এলাকায় পৌঁছামাত্রই তিনি মারা যান।
এবিষয়ে নবীগঞ্জ থানার এস,আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শামছুল ইসলাম বলেন, ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছেনা, আমরা সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com