বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

মাধবপুরে মহিলার মাটিচাপা দেয়া অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক মহিলার (২৫) মাটিচা-পা দেয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি। গতকাল বুধবার দুপুর ২টায় চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে একটি শসার খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে শসার খেতে ওই নারীর মরদেহের একটি হাত মাটির উপর কবজি পর্যন্ত দেখতে পান স্থানীয় লোকজন। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহআলকে খবর দেয় স্থানীয় লোকজন। এসআই শাহআলম ঘটনাস্থলে গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম রাজু আহমেদ এবং ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মরদেহটির অধিকাংশ গলে গেছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য এখানে মাটি চাপা দিয়ে রেখেছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com