বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন ॥ শেষ মুহুর্তে প্রচারনায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৪৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর মাত্র ২দিন পরই প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচনে ৫টি পদের জন্য ১৩ জন প্রার্থী কোমর বেধে ভোট যুদ্ধে নেমেছেন। মোট ভোটার সংখ্যা ৭০৫। গত নির্বাচনে ব্যবসায়ী ও ভিটার মালিকগণ ভোটার হলেও এবার শুধু ব্যবসায়ীদের ভোটার করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে পোষ্টার আর লিপলেটে ছেড়ে গেছে বাজারের গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অলিগলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা ব্যবসায়ী ভোটারদের সামনে গিয়ে হাজির হয়ে দোয়া ও ভোট চাইছেন। তবে ভোটাররা মুখ খুলতে নারাজ। তাদের মতে যারা সব সময় সুখে দুখে ব্যবসায়ীদের পাশে থাকবে এবং যাকে যোগ্য মনে হবে ভোট দিয়ে তার পাল্লাই ভারী করবেন। নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন (ছাতা), সাবেক সভাপতি আমুন উদ্দিন (চেয়ার), সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (দিলবার) (হরিণ), শাহিন আলম ছাও মিয়া (আনারস)। সহসভাপতি পদে জামাল চৌধুরী (সিলিং ফ্যান) ও জামাল আহমদ সুমন (দেয়াল ঘড়ি)। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আশাহীদ আলী আশা (দোয়াত কলম), সাবেক সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান (সাইকেল), নোমান আহমদ (চাকা)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান (বাল্ব), শহীদুল ইসলাম ভুট্টো (মই)। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম (মাছ), সাজ্জাদুর রহমান (ফুটবল)। কোষাধ্যক্ষ পদে আবু ছায়েদ (তালা চাবি) মোঃ শাহানুর আলম (টিউবওয়েল)। প্রচার সম্পাদক পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারেক আহমদ নির্বাচিত হন। ২৮ এপ্রিল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে। কে হাসবেন বিজয়ের হাসি নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com