নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের রনি দাশের বাড়ীসহ ১০/১৫ টি বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রনি দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার বিকালে ইসলাম উদ্দিন ও একই গ্রামের শাইকুল মিয়াকে গ্রেফতার করেছে। এদিকে রনি দাশের বাড়ীসহ বিভিন্ন বাড়ীতে হামলার নিন্দা ও দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ মাক্কু, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমর চন্দ্র দাশ, সম্পাদক গৌতম কুমার দাশ, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভুপেশ চন্দ্র দাশ, সম্পাদক দেবব্রত দাশ, ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দাশ, সম্পাদক বিকুল চন্দ্র দাশ।