স্টাফ রিপোর্টার ॥ শহরের যশেরআব্দা এলাকায় স্বামী-সন্তান রেখে পালিয়ে যাওয়া গৃহবধূ ও তার প্রেমিককে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর থানার এএসআই হরিজন ও বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম মাজিঘাট এলাকা থেকে তাদের আটক করে। পুলিশ সূত্র জানায়, ওই এলাকার সমরাজ মিয়ার স্ত্রী এক সন্তানের জননী রোজিনা আক্তার (২০) এর সাথে দুলাল মিয়ার পুত্র সিএনজি চালক সেকুল মিয়ার (২৫) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি আঁচ করতে পেরে সেকুলের স্ত্রী আলেয়া বেগম তার স্বামীকে রোজিনার সাথে সম্পর্ক না রাখতে বারণ করে। এরপরও তাদের পরকীয়া প্রেম অব্যাহত থাকে। বিষয়টি রোজিনার স্বামী সফরাজকে জানালে সেকুলের সাথে সফরাজের বাকবিতন্ডা হয়। গত ২৫ মার্চ সেকুল ও রোজিনা পালিয়ে যায়। এ ব্যাপারে সফরাজ সদর থানায় অভিযোগ দায়ের করে। অপরদিকে আলেয়া বেগমও একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ফোনের কললিষ্টের সূত্রধরে চট্টগ্রাম পুলিশের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার এক ভাড়া বাসা থেকে তাদের আটক করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সদর থানায় নিয়ে আসা হয়। এ সময় রোজিনা ও সেকুল জানায়, তারা একে অপরকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছে। এ ব্যাপারে ওসি তদন্ত মোহাম্মদ ডালিম আহমেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।