স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আব্দুল জলিল (৪০) নামের এক মাদক বিক্রেতাকে গুনই গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে মোটর সাইকেলসহ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। গতকাল রবিবার সন্ধ্যায় খাগাউড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউল ইসলামের নেতৃত্বে এএসআই খলিল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে চুনারুঘাট উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছে। এতদিন সে পলাতক ছিল।