নবীগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামীলীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী নবীগঞ্জ উপজেলা পরিষদের আগামী ২৩ মার্চ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে বিভিন্ন হাট বাজার ও প্রত্যান্ত অঞ্চলের গ্রামে গ্রামে ব্যাপক গণসংযোগ করছেন মোঃ আলমগীর চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাণিজ্যিক এলাকা হিসাবে খ্যাত আউশকান্দি হীরাগঞ্জ বাজারে ও মহাসড়কের বিভিন্ন স্থানে গণসংযোগকালে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ জাতীয়পার্টি ও মহাজোট নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। গতকাল আউশকান্দি হীরাগঞ্জ বাজারে গণসংযোগকালে এ সময় অন্যান্যদের মধ্যে তার সাথে ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহান চৌধুরী, আউশকান্দি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহ আশরাফ আলী প্রমূখ।