নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে জে,কে স্কুল মাঠ সংলগ্ন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং পজিপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সংগঠক উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ডাঃ নিজামুল ইসলাম প্রমুখ।