স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামে টমটম চাপায় সামিয়া আক্তার (৬) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে ওই গ্রামের রহমত আলীর কন্যা। গতকাল রবিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সামিয়া স্থানীয় বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশ দিয়ে হেটে যাবার সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া টমটম তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর টমটমটি আটক করলেও চালক পালিয়ে যায়।