সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা রাষ্ট্রীয় পদকে ভূষিত

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৮৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম “প্রেসিডেন্ট পুলিশ পদক” এ ভূষিত হয়েছেন। আগামী ৮ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্টানিকভাবে রাষ্ট্রীয় পদক “পিপিএম” প্রদান করবেন।
উল্লেখ্য, হবিগঞ্জে যোগদানের পূর্বে ২০১৭ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন বিধান ত্রিপুরা। এ সময় তিনি উত্তরা বিভাগের তুরাগ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, দক্ষিণখান থানাধীন আশকোনায় জঙ্গী অভিযান পরিচালনা এবং এয়ারপোর্ট পুলিশ চেক পোষ্টে জঙ্গীদের প্রতিরোধের মাধ্যমে ১৫ কেজি ওজনের বিস্ফোরক উদ্ধারের মাধ্যমে কেপিআই অন্তর্ভূক্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দেশী-বিদেশেী ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিতসহ বিচক্ষনতার সহিত উত্তরা বিভাগে শান্তি-শৃংখলা রক্ষার মাধ্যমে জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত ও জানমাল সুরক্ষা করেন। এ কাজের স্বীকৃতি স্বরূপ বিধান ত্রিপুরাকে “প্রেসিডেন্ট পুলিশ পদক” এ ভূষিত করা হয়।
বিধান ত্রিপুরা ১৯৭৪ সালে খাগড়াছড়ি জেলার পানখাইয়াপাড়ার সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা স্বর্গীয় কৃষ্ণ মোহন ত্রিপুরা একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং মাতা বীণা রানী ত্রিপুরা ২০১১ সালে আজাদ প্রোডাকস্ লিমিটেড কর্তৃক রতœগর্ভা হিসেবে ভূষিত হন। তিনি ইতিপূর্বে মানিকগঞ্জ জেলায় কর্মরত থাকাকালে ২০১৪ সালে “আইজিপি ব্যাচ”, ২০১৫ সালে “পিপিএম-সেবা” এবং ২০১৭ সালে ডিসি উত্তরা হিসেবে কর্মরত থাকাকালে “আইজিপি ব্যাচ” প্রাপ্ত হন। এছাড়া ২০১৬ সালে রোটারী ক্লাব ও বিশ্ব ইতিহাস গবেষণা কেন্দ্র কর্তৃক পুলিশ সুপার হিসেবে আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় শ্রেষ্ট “পুলিশ সুপার” হিসেবে পুরষ্কৃত হন। তাঁর এক ভাই ইঞ্জিনিয়ার (এলজিআরডি), অপর ভাই ব্যবসায়ী ও অন্যান্য ভাই-বোন’রা সরকারী কর্মকর্তা। তাঁর সহধর্মিনী ডাঃ ডেইজি ত্রিপুরা একজন ডাক্তার। তিনি ইষ্ট-ওয়েষ্ট মেডিকেল কলেজ উত্তরায় কর্মরত। তাঁর ভগ্নীপতি নব বিক্রম কিশোর ত্রিপুরা বর্তমানে পার্বত্য মন্ত্রনালয়ের সচিব। তিনি পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।
বিধান ত্রিপুরা পিপিএম তার সাফল্যের জন্য সহযোগীতা করায় ধন্যবাদ জানিয়ে সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com