মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

দেওয়ান সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পিএসসি ও জেএসসি পরীক্ষা ২০১৭ এর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের দেওয়ান সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল সকালে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের পরিচালনায় বৃত্তিপ্রদান অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রাহিব চৌধুরী। গীতা পাঠ করেন পাপলু দেব। স্বাগত বক্তব্য রাখেন ফাইন্ডেশনের সদস্য সচিব আব্দুস সামাদ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাজিদুর রহমান, শিক্ষক মিনারা খাতুন, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য, নীরঞ্জন সাহা নীরু, প্রভাষক মোঃ আয়ূব আলী, দেওয়ান সৈয়দ আব্দুর রব মোর্শেদ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার নজরুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, প্রফেসর ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ আমাদের এলাকার কৃতিসন্তান। তিনি শুধু আমাদের নয় সমগ্র বাংলাদেশের সম্পদ। এ সম্পদকে আমাদেরকেই রক্ষা করতে হবে। তার সহায়তা নিয়ে আমাদের অবহেলিত এলাকাকে এগিয়ে নিতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় হবিগঞ্জ তথা বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচুকরে দাড়াবে। তাই আজ যারা বৃত্তি পাচ্ছ তারাও নতুন প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাও। তোমাদের সফলতা আসবে। অধ্যবসায় থাকলে কেউ তোমাদের দমিয়ে রাখতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com