স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। গতকাল সোমবার ভোরে উপজেলা সীমান্তের চিমটিবিল এলাকায় এ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত ফাঁড়ির হাবিলদার আফজাল হোসেনের নেতৃত্বে বিজিবি’র একটি দল এ অভিযান চালিয়ে গাঁজাগুলি উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।