স্টাফ রিপোর্টার ॥ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সামাজিক সংগঠন আপনজনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমীতে আপজনের উদ্যোগে স্কুল ও কলেজের ৬ জন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি এড. ছগীর আহমেদ সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃন্দাবন সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রহমান, নিজাম আহমদ খান, সজল চন্দ্র সাহা, গোলাম মোক্তাদির হোসেন চৌধুরী ও রইস উদ্দিন আহমেদ (মরণোত্তর) কে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। এতে কোরআন তেলাওয়াত করেন ফজলুল করিম খসরু ও গীতা পাঠ করেন জিতেশ রঞ্জন সূত্রধর।
বাদল রায়ের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আপনজনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হক জাকারিয়া পারভেজ, প্রভাষক মুর্শেদ কামাল, এডঃ কামরুল হাসান চৌধুরী, মোঃ এনামুল হক এহিয়া, সফিকুর রহমান তোফায়েল, এডঃ শাহ হারুনুর রশিদ, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী।
গুনী শিক্ষকদের জীবনী পাঠ করেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন। অনুষ্ঠানে শিক্ষকদের ফুল দিয়ে বরণ, ক্রেস্ট প্রদান ও উপহার তুলে দেন সনজিত কুমার রায়, নুর রহমান হারুন, মাধব চন্দ্র রায়, আনিসুর রহমান, মোঃ আক্তারুজ্জামান, হাজী কুতুব উদ্দিন, নুরুল ইসলাম, এডঃ আজিজুল হক চৌধুরী জুয়েল, সহকারী অধ্যাপক গোলাম আহমেদ খাঁন। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ আপনজনের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন।
আপনজন পরিবারের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
পরে আপনজন সদস্যদের স্ত্রীদের অংশগ্রহণে র্যাফেল ড্র, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আপনজন পরিবারের অর্ধশতাধিক ছেলে-মেয়েদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের ১ম পর্বে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে সংগঠনের সভাপতি এড. ছগীর আহমেদ সাজ্জাদ এর সভাপতিত্বে আপনজনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক রিপোর্ট পেশ করেন আপনজনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। অডিট রিপোর্ট পেশ করেন কমিটির আহ্বায়ক দুলন কান্তি চক্রবর্তী। রিপোর্টের উপর আপনজন সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সাধারণ সভায় ঐক্যমতের ভিত্তিতে এড. ছগীর আহমেদ সাজ্জাদ সভাপতি, মোঃ এনামুল হক এহিয়া সহ-সভাপতি, মোঃ আব্দুল্লাহ সাধারণ সম্পাদক, মোঃ তরিকুল ইসলাম হারুন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মুর্শেদ কামাল কোষাধ্যক্ষ ও মোঃ সফিকুর রহমান তোফায়েলকে সমাজ কল্যাণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আপনজনের কার্যকরি কমিটি গঠন করা হয়।
কার্যকরি কমিটির সম্মানিত সদস্যরা হলেন, মোহাম্মদ শাহীন, বাদল রায়, কামরুল হক জাকারিয়া পারভেজ, কামরুল হাছান চৌধুরী, সঞ্জিত কুমার রায় ও এডঃ সফিকুল ইসলাম। সব শেষে প্রজ্ঞা করীমের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী মিঠুন রায়, কাজল গোপসহ আপনজন পরিবারের সন্তানেরা অংশগ্রহণ করে।