বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জে “সেরাজেম”র উদ্যোগে বিশ্ব মেরুদন্ড দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ৭৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেরুদন্ড মানব দেহের শিকড়। মানুষের মেরুদন্ডের সক্রিয়তার মাধ্যমে রক্ত সঞ্চালনার কারণে অঙ্গ প্রত্যঙ্গের স্নায়ু ক্রীয়াশীল থাকছে, ফলে সুস্থ দেহে দীর্ঘায়ূ জীবন যাপন সম্ভব হচ্ছে। এ লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০০ সাল থেকে ১৬ অক্টোবর বিশ্ব মেরুদন্ড দিবস পালন করছে। এ উপলক্ষ্যে হবিগঞ্জ বাণিজ্যিক এলাকার উত্তরা কমপ্লেক্সস্থ সেবামূলক প্রতিষ্ঠান “সেরাজেম হবিগঞ্জ” আয়োজিত বিশ্ব মেরুদন্ড দিবসে গণ সচেতনতার লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। সেরাজম সেন্টার থেকে শুরু করে সার্কিট হাউজ-বৃন্দাবন কলেজ-বগলা বাজার প্রদক্ষিণ করে বাণিজ্যিক এলাকায় সমাপ্ত হয়। র‌্যালীতে হাজারো সেবা গ্রহীতারা অংশগ্রহণ করে। প্রায় ৩ বছর বহুল আলোচিত “সেরাজেম হবিগঞ্জ” বিনামূল্যে দিনব্যাপী সেবা প্রদান করলেও এবারই বিশ্ব মেরুদন্ড দিবস পালন করেছে। প্রকাশ, সেরাজেম একটি দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান। বিশ্বে আমেরিকা সহ ৭৫ দেশে বিনামূল্যে সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশে ২০০৬ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রক্ত সঞ্চালনের মাধ্যমে সচল থাকে। রক্ত চলাচলে বিঘিœত হলে মানবদেহে বিভিন্ন ধরণের সমস্যা সৃষ্টি করে। রক্ত সঞ্চালনের মাধ্যমেই হচ্ছে শিরা-উপশিরা এবং সকল শিরা-উপশিরার মুল হচ্ছে মেরুদন্ড, একে সক্রিয় রাখতে গিয়েই উত্তপ্ত মূল্যবান পাথর জহুরত ব্যবহার করে মানুষের শরীরকে সুস্থ রাখার লক্ষ্যে হবিগঞ্জ সেরাজেম বিনামূল্যে মেরুদন্ডের সেবা প্রদানের মাধ্যমে বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com