মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

নাশকতার পরিকল্পনাকালে শহরের অনন্তপুরে ॥ শিবির অফিসে পুলিশের হানা ॥ ৩ পুলিশ কর্মকর্তা আহত ॥ ৩ শিবিরকর্মী আটক পাইপগান, রামদা, ছোরা, গুলি, বোমা, মোটর সাইকেল উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় শিবির অফিসে অভিযান চালিয়ে পুলিশ ৩ শিবির কর্মীকে আটক করেছে। অভিযানকালে শিবির কর্মীদের হামলায় সদর মডেল থানার ওসি (তদন্ত) ও দু’এসআই আহত হয়েছেন। এ সময় পুলিশ শিবির অফিসে তল্লাসী চালিয়ে ১টি পাইপগান, ৩টি রামদা, ১১টি চকলেট বোমা, ২টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি মোটর সাইকেল ২টি বাইসাইকেল ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩ ঘন্টা এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৩ শিবিরকর্মী হচ্ছে- হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বিল্লাল হোসেনের পুত্র সারোয়ার (২০), মাধবপুর উপজেলার খাটুরা গ্রামের জিয়া উদ্দিনের পুত্র মোস্তাকিম বিল্লাহ (২০) ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার চরকাঠখাল গ্রামের বেনু মিয়ার পুত্র নাজমুল হোসেন অপু (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ আগষ্ট ও ২১ আগষ্টকে সামনে রেখে পুলিশ সতর্কতামুলক অবস্থায় রয়েছে। গতকাল বিকেলে গোপন পুলিশ জানতে পারে নাশকতা পরিচালনার উদ্দেশ্যে মিবির কর্মীরা তাদের অফিসে বৈঠকে বসেছে। এর ভিত্তিতে সদর মডেল থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম, এসআই অরুপ কুমার ও রাকিবুল হাসান এর নেতৃত্বে ৫ সদস্যের একদল পুলিশ শহরের অনন্তপুরস্থ শিবির কার্যালয়ে অভিযান চালান। এ সময় শিবিরের ১৫/২০ জন কর্মী ভেতরে অবস্থান করছিল। পুলিশ অফিসে প্রবেশ করা মাত্র শিবির কর্মীরা পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়। ধস্তাদস্তির এক পর্যায়ে ৩ মিবির কর্মীকে পুলিশ আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়। শিবিরকর্মীদের হামলায় ওসি (তদন্ত) মানিকুল ইসলাম, এসআই অরুপ কুমার ও রাকিবুল হাসান আহত হন। খবর পেয়ে সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতিতে অপিসে তল্লাশী চালিয়ে ১টি পাইপগান, ৩টি রামদা, ১১টি চকলেট বোমা, ২টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি মোটর সাইকেল ২টি বাইসাইকেল ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বিধান ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ১৭ আগস্ট ও ২১ আগস্টকে সামনে রেখে শিবিরের ১৫/২০ জন নেতাকর্মী এখানে গোপন বৈঠক করছিল। তাদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও ওই ৩জনকে আটক করা হয়।
ওসি ইয়াছিনুল হক জনান, ২১ আগষ্ট উপলক্ষে হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্য পেয়ে পুলিশ সতর্কতামুল অবস্থান নেয়। তিনি জানান, আটককৃতদের মোবাইল ফোন চেক করে হবিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিদের তালিকা পাওয়া গেছে। যাদের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে ১টি অস্ত্র আইনে ও ১টি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com