মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ভয়াল ৫ আগষ্ট ॥ বানিয়াচঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৯ পরিবারের ক্ষোভ প্রকাশ বানিয়াচঙ্গের নাইন মার্ডার মামলার আসামি পুলিশের নৌকা ডুবিয়ে হ্যান্ডকাপসহ পালিয়েছে আদালতের হাজতখানায় সন্তানের মুখ দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হবিগঞ্জ ৫৫ বিজিবির সীমান্তে অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মালামাল উদ্ধার শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুর উপজেলায় লক্ষাধিক শিশু পাবে টাইফয়েড টিকা লাখাইয়ে আইনজীবীর বাড়িতে চুরির এক মাসেও গ্রেফতার নেই মাধবপুরে ধর্ষণ মামলার আসামী পবিত্রকে গ্রেফতার করেছে র‌্যাব তেলিয়াপাড়া চা বাগানে মাছের পোনা অবমুক্ত ও ঔষধি গাছ রোপণ

জিরুন্ডা গ্রামে জনসভায় এমপি আবু জাহির ॥ বিএনপি-জামায়াত বোমাবাজি করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন উন্নয়ন কাজ করার জন্য। আমিও সারাণ আপনাদের উন্নয়নে ব্যস্ত থাকি। বিগত বছরগুলোতে হবিগঞ্জ-লাখাইয়ে যে উন্নয়ন হয়েছে তা পূর্বের কোনও এমপি করতে পারেননি। এর প্রমাণ- লাখাইয়ের বিদ্যু ও রাস্তাঘাট।
গতকাল বুধবার জিরুন্ডা বাজারে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা মানপুর গ্রামে উন্নয়নের ধারা অব্যাহত রাখায় গ্রামবাসী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় এলে জনগণে ভাগ্যের উন্নয়ন ঘটে। আর বিএনপি-জামায়াত দেশে বোমাবাজি করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাই তাদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশ থেকে দারিদ্র্য নির্মূল করতে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও শারিরীকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বর্তমান সরকার বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে। জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুফল ভোগ করছেন দেশের জনগণ।
মুড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক আব্দুল মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন মুখলেছুর রহমান, আব্দুল মুকিত তালুদকার, সিরাজুল ইসলাম সেফল, রাজিব কান্তি রায় রাজু, আব্দুল্লাহ আল মামুন, ইছাক মেম্বার, খেলু মিয়া মেম্বার, আব্দুল হামিদ মেম্বার, সাইফুল ইসলাম সুমন, শেখ শাহ আলম, আলাউদ্দিন মোল্লা, রিপন আহমেদ প্রমুখ। জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশিকুর রহমান, সুমন মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুরুব্বীয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com