সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

নবীগঞ্জে অসহায় পরিবারকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করতে মরিয়া দুই সহোদর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৬২৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ভূমিহীন অসহায় কয়েকটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী দুই সহোদর। ভূমিহীন পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে ভূমিহীন পরিবারগুলো। প্রভাবশালী দুই সহোদর হলেন, আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র বুলবুল আমীন ও সুহুল আমীন। ভূমিহীন পরিবারগুলোর পক্ষে অভিযোগকারী হলেন, একই এলাকার আব্দুল মতলিব।
অভিযোগে প্রকাশ, আব্দুল মতলিবসহ কয়েকটি পরিবার আউশকান্দি মৌজার সরকারী খাস খতিয়ানের ৭৭১ দাগের ভূমিতে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। ওই ভূমির উপর শকুনি দৃষ্টি পড়ে বুলবুল আমীন ও সুহুল আমীনের। তারা ওই পরিবারগুলোকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে এলাকার কতিপয় লোকদের বশীভূত করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে ভূমিহীন পরিবারের লোকদের উপর বুলবুল আমীন ও সুহুল আমীনের ভাড়াটিয়া ফুরুক নামে এক লোক হামলা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ফুরুকের দু’বছরের সাজা হয়। এরপরও এইসব পরিবারের পিছু ছাড়েননি দুই ভাই। ইদানিং তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে তারা আব্দুল মতলিব মিয়াসহ অন্যান্য পরিবারের লোকজন প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রভাবশালী বুলবুল আমীন ও সুহুল আমীন তারা উলুকান্দি মৌজায় সরকারী খাসের ১, ২, ৩ ও ৪ নং দাগের প্রায় ৫ একর ভূমি প্রভাব খাটিয়ে দখল করে তাতে ব্রিক ফিল্ড গড়ে তোলেছেন এবং পাকা দালান বাড়ি নির্মাণ করে দখলে নিয়েছেন। বিগত ২০০৭ সালের ৬ ই মার্চ আবদুল মতলিব ও জুতি মিয়া মিলে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর অভিযোগ দায়ের করেন। কিন্তু কোন কাজ হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com