সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

লাখাইয়ে ত্রাণ বিতরণকালে-নজরুল ইসলাম খান ॥ ক্ষতিগ্রস্ত কৃষকরা নয়, ত্রাণ পাচ্ছে আ’লীগ নেতাদের আত্মীয়-স্বজন

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা ত্রাণ পাচ্ছেন না। এগুলো দেয়া হচ্ছে এমপি, আওয়ামী লীগ নেতাদের আত্মীয়-স্বজন, তাদের বাড়ির কাজের লোক ও গাড়ি চালককে। গতকাল শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জের হাওর এলাকা লাখাই উপজেলার বুল্লা বাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। নজরুল ইসলাম খান বলেন, বাঁধ নির্মাণে সরকার প্রতি বছর গম বরাদ্দ দেয়। কিন্তু সেই বাঁধ সুষ্ঠুভাবে নির্মাণ হচ্ছে না। ফলে বালুর বাঁধ ভেঙে হাওর এলাকার অসংখ্য কৃষক আজ সর্বশান্ত হয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় এ সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাই তারা জনগণের সঙ্গে তামাশা করছে। করের টাকায় দেশের উন্নয়নের কথা থাকলেও প্রকৃতপক্ষে উন্নয়ন হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীরা আজ সরকারের হামলা, মামলা ও গুমের শিকার হচ্ছে। হামলা থেকে বাঁচতে শুধু পুলিশকেই নয়, টাকা দিতে হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদেরও। নির্বাচনের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, যারা নির্বাচনে অংশ নেবে না এমন লোকদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন না হলে বিএনপি এতে অংশ নেবে না। এদিন উপজেলার বুল্লা, বামৈ, মাদনা, শিবপুর ও টাউনশিপ এলাকায় মোট দুই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালিব মিয়ার সভাপতিত্বে ও আব্দুল ওয়াদুদ তালুকদারের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, জাসাস কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ আহমেদ ঠাকুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ এনামুল হক সেলিম, মিজানুর রহমান চৌধুরী, সৈয়দ মুশফিক আহেমদ, সাহাব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com