শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

বানের জলে বাহুবলের হাওরের বোরো ধান পানির নিচে

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৪৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাহুবল উপজেলার অধিকাংশ বোরো জমি পানিতে তলিয়ে গেছে। সর্বত্র কৃষকদের মাঝে চলছে হাহাকার। সব হারিয়ে দিশেহারা কৃষকরা বানের জলে নিমজ্জিত আধা-কাঁচা ধান সংগ্রহ করছেন। কিন্তু তা খাওয়া উপযোগি না হওয়ায় স্তুপ করে ফেলে রাখছেন এবং এসব নষ্ট হয়ে যাওয়া ধানের স্তুপের পাশে বসে অনাগত দুর্দিনের শঙ্কায় চোখে শর্ষেফুল দেখছেন কৃষকরা। উপজেলার হাওর-নন হাওর সর্বত্র একই চিত্র বিরাজ করছে। ইতোমধ্যে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, এবার উপজেলার ৭ ইউনিয়নে বোরো ধানের আবাদ হয়েছে ৭ হাজার ৩৩০ হেক্টর জমিতে। এরমধ্যে হাওরাঞ্চলে ৪ হাজার ৪৫০ এবং নন-হাওরাঞ্চলে ২ হাজার ৮৮০ হেক্টর। গত ক’দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ১ হাজার ৮৬০ হেক্টর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমাঝে হাওরে ১ হাজার ৫৯০ এবং নন-হাওরে ২৭০ হেক্টর জমি বানের জলে নিমজ্জিত ও আক্রান্ত হয়েছে।
সূত্র মতে, উপজেলার স্নানঘাট, সাতকাপন ও বাহুবল সদর ইউনিয়নজুড়ে ঘুঙ্গিয়াজুরি হওরে এবার ৪ হাজার ৪৫০ হেক্টর ভূমিতে বোরো আবাদ হয়েছে। এর মাঝে ইতোমধ্যে ১ হাজার ৫৫৫ হেক্টর ভূমি বানের জলে নিমজ্জিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজানের পানি নেমে প্রতিমুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলেই মনে করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা। গতকাল সোমবার হাওরাঞ্চল ঘুরে এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বাস্তবে ঘুঙ্গিয়াজুরি হওরের অধিকাংশ বোরো জমির আধা-পাকা ধান বানের জলে তলিয়ে গেছে। হাওরে পানি বাড়তে থাকায় অবশিষ্ট বোরো জমিগুলোও তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া উপজেলার নন-হাওরাঞ্চলের বোরো জমিগুলোতে পাহাড়ি ছড়ার স্রোতধারা ও করাঙ্গী নদীর অকাল বন্যার পানি প্রবেশ করেছে। ফলে ওই অঞ্চলগুলোরও বোরো ধানসহ অন্যান্য মৌসুমী সবজি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com