শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে শেভরনর কোম্পানীর নিরাপত্তাকর্মীদের বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৪২৭ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মার্কিন তেল ও গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ পরিচালিত মৌলভীবাজার গ্যাস প্ল্যান্টের নিরাপত্তাকর্মীরা ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে গতকাল রবিবার সকালে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উজেলার কালাপুরে অবস্থিত মৌলভীবাজার গ্যাস প্ল্যান্টের ২৩০ জন নিরাপত্তাকর্মী তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে। নিরাপত্তাকর্মীদের ১১ দফা দাবীসমূহ হলো-বকেয়া বাৎসরিক মুনাফা আদায় (৫%), চাকুরী স্থায়ীকরণ, প্রতিবছর বাৎসরিক বেতন বৃদ্ধিকরণ, শ্রমিককল্যাণ তহবিল সংযুক্তকরণ, জ্বালানী খনিজ ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের ঝুঁকিভাতা সংযুক্তকরণ, শ্রামক কর্মচারীদের বাসস্থান ও যোগাযোগ ভাতা সংযুক্তকরণ, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বৈষম্য নীতি দূরীকরণ, আনাদায়ি ছুটি নগদিকরণ, সাপ্তাহিক ছুটি দুইদিন ধার্যকরণ, শ্রমিক কর্মচারীদের বীমায় সংযুক্তিকরণ ও বেতন বৈষম্য দূরীকরণ।
রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ হাফিজ, মো. রনি আহমেদ, মো. জালাল মিয়া, মো. জামাল মিয়া, আবলুস মিয়া, সুমন আহমদ, মোস্তাকিন মালিক, উজ্জ্বল রায়, সুজিত দেব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com