মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

নবীগঞ্জে বর্ণিল সাজে অনুষ্টিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী একুশে বই মেলা

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশকে ধারণ করে জ্ঞান ভিত্তিক সমাজ বির্নিমানের প্রয়াসে প্রথমবারের মতো নবীগঞ্জ পৌরসভা আয়োজন করেছে ৩ দিন ব্যাপী একুশে বইমেলা। এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সজ্জিত করে তোলা হয়েছে নবীগঞ্জ শহরকে। আর মাত্র ১ দিন পরে ২৬ ফেব্র“য়ারি থেকে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত অনুষ্টিত হতে যাচ্ছে নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে এই একুশে বই মেলা। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পৌর কর্তৃপক্ষ। ব্যানার-ফেস্টুন ও অলোক সজ্জাকরণসহ নানা সাজে সাজিয়ে তোলা হয়েছে শহরের ওসমানী সড়কটি। ৩ দিন ব্যাপী বই মেলার পাশাপাশি রয়েছে আলোচনা সভা, ভাষা সৈনিককে সংবর্ধনা, কবিতার আসর, চিত্রাংক, রচনা প্রতিযোগিতা, নৃত্য, নাঠক, সংগীতসহ কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। উক্ত অনুষ্ঠানকে সফল এবং প্রাণবন্ত করে তোলার জন্য সকলের প্রতি আহ্বায়ক জানিয়েছেন মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। মেলাকে সফল করতে প্যানেল মেয়র-১ এটিএম সালামকে আহ্বায়ক করে বই মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। গঠিত হয়েছে ৫টি উপ-কমিটি। উক্ত কমিটি গুলো মেলাকে নানা সাজে সজ্জিত করে তোলে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বই মেলায় ১৩টি স্টল বরাদ্ধ দেয়া হয়েছে। ২৬ ফেব্র“য়ারি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী। প্রধান আলোচনক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমদ। এছাড়া একুশে স্মারক “সুচনা” এর মোড়ক উন্মোচন করবেন কবি হাসান হাফিজ। অনুষ্ঠানকে ঘিরে নবীগঞ্জ শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে অনুষ্টিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে কুইজ, রচনা ও চিত্রাকন প্রতিযোগিতার পরীক্ষা। উক্ত পরীক্ষা পরিদর্শন করেছেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিচারক মন্ডলীর সদস্য হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, হোমল্যান্ড আইডিয়াল স্কুল’র অধ্যক্ষ তাপশ আর্চায্য, আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, উপজেলা শিশু সনদ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাঞ্চন বনিক, মাওঃ মোস্তফা আল হাদী, কাজী হাসান আলী, মেলা উদযাপন কমিটির সদস্য সচিব পৌর সভার হিসাব রক্ষক কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, পরীক্ষা কেন্দ্র পরিক্ষক সাইফুর রহমান খান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com