স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬০ জন অসহায় দুঃস্থ মহিলাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে। গত বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিউল আলম, জেলা পরিষদ সচিব দূর-রে-শাহ্ওয়াজ, সহকারী প্রকৌশলী মোঃ জয়নাল উদ্দিন খান, সহকারী প্রকৌশলী ও জেলা পরিষদ সদস্য মোঃ আশিক মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, সফলভাবে কোর্স সমাপ্তির পর প্রশিক্ষণার্থীগণকে আত্ম নির্ভরশীল হওয়ার জন্য প্রত্যেককে একটি করে ফ্রি সেলাই মেশিন প্রদান করা হবে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুর রব খান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন হিসাব রক্ষক রঞ্জন দেব।