মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

আজ পূজিত হবেন বিদ্যাদেবী স্বরসতী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৩৭৮ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সুর সাধনা আর দেশ জাতীর মঙ্গল কামনায় আজ পূজিত হবেন শিব কন্যা দেবী স্বরসতী। বিদ্যার দেবী হিসাবে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাছে এটি অন্যতম পূজা। জেলা শহরের বিভিন্ন বিদ্যাপীঠ, মন্দির, অফিস পাড়া ও ব্যক্তিভাবে প্রায় শতাধিক স্থানে দেবীকে বরণে চলছে নানা আয়োজন। তাই শেষ মূহুর্তে রঙ তুলি ও হাতের ছোয়ায় প্রতিমাকে সাজাতে গতকাল গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করেন শিল্পীরা। হিন্দু ধর্মীয় নিয়ম অনুযায়ী শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে স্বরসতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ প্রজ্বলন, ভোগ, আরতি, যজ্ঞ, পুষ্পাঞ্জলী প্রদানের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বরসতী পূজা উপলক্ষে বাণী অর্চনায় বিভিন্ন সংঘের উদ্যোগে থাকছে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। দেবী স্বরসতী শুধু বিদ্যার দেবীই হিসাবেই নন সুরের দেবীও বলা হয় তাকে। স্বরসতীর বাহন সাদা রাজহংস। তার আসন পদ্ম ফুল। তার হাতে থাকে সুরের প্রতীক বীনা। ডান হাতে আশির্বাদ প্রদত্ত হয়। শারদীয় ও বাসস্তি পূজায় দেবী দূর্গার কন্যা এবং মাতৃরূপে পূজা করা হয়ে থাকে। স্বরসতী পূজাকে কেন্দ্র করে জেলা শহরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসন জোরদার করা হয়েছে।
বিকেজিসি স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী শ্র“তি চৌধুরী  জানায়, স্বরসতী পূজা সার্বজনীয়। তাই মায়ের কাছে সবাই যেতে পারে। মায়ের আশির্বাদ পেতে ও সবার মঙ্গল কামনায় আমি উপোস করব। বিকালে সবাই মিলে প্রতিটি পূজা মন্ডপে ঘুরতে যাব এবং আনন্দ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com