শনিবার, ১৭ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৫১২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকা থেকে ১’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার পানিউমদা ইউনিয়নের লালটিলা এলাকার আছাব উল্লার পুত্র আলী হোসেন (৪২) একই এলাকার মৃত মাজত উল্লার পুত্র আনোয়ার হোসেন (৩৮)। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহমান জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলী হোসেন ও আনোয়ার মিয়াকে উভয়ের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে তাদের মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com