বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

আম-ছালা খুইয়ে পাগল প্রায় নবীগঞ্জে সমিরন দাশ ॥ ব্রিক ফিল্ড ব্যবসার টাকা নিয়ে পার্টনারের টালবাহানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬
  • ৮৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এস.এইচ.এ ব্রিক ফিল্ডের মালিককে আয়-ব্যয়ের হিসাব না বুঝিয়ে দিয়ে প্রায় ৭৭ লাখ টাকা আত্মসাত করে ফিল্ড থেকে বিতারিত করে দিয়েছেন অপর মালিক হায়দার আলী। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পৌর এলাকার গয়াহরি গ্রামের সমিরন দাশ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে কোন সুফল না পেয়ে পাগল প্রায়। মামলা করতে গিয়েও বাধার সম্মুখিন হচ্ছেন বলে জানিয়েছেন সমিরন দাশ।
অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে মান্দারকান্দি (মিলনগঞ্জ) এলাকায় নবীগঞ্জ উপজেলার সদর ইউপির আলীপুর গ্রামের হায়দার আলী’র সাথে পার্টনার হিসাবে এস.এইচ.এ ব্রিক ফিল্ড নামে একটি ইট ভাটার খোলেন সমিরন দাশ। এতে উভয় পক্ষ ৩০ লাখ করে টাকা বিনিয়োগ করেন। যা ২০১৩ইং সনের ৯ ডিসেম্বর একটি রেজিষ্ট্রার চুক্তিপত্র সম্পাদন করা হয়। উক্ত চুক্তিপত্র মোতাবেক ব্যবসার সমান হিস্যায় লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত রয়েছে। সমিরন দাশ ব্যবসার মুলধন ৩০ লাখ টাকা যোগার করে দিতে ভিটেবাড়ি বিক্রি করে পুজিঁ বিনিয়োগ করেন। কিন্তু ২০১৩ইং থেকে চলতি সন পর্যন্ত অপর পার্টনার হায়দার আলী আয় ব্যায়ের হিসাব না দিয়ে নানা টালবাহানা শুরু করে। সমিরন দাশ জানান, তিনি ফিল্ডের আয় থেকে একটি টাকাও নেননি। ফলে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে আসছে। তিনি তার ব্যবসায়ীক পার্টনার হায়দার আলীকে ব্যবসার আয়-ব্যয়ের হিসাব দেখার তাগিদ দেন এবং টাকা দাবী করেন।
সমিরন দাশের হিসাব অনুযায়ী তার মুলধনসহ লভ্যাংশের ৭৭ লাখ টাকা দাবী করেন। কিন্তু হায়দার আলী নানা টালবাহানা করে সময় কর্তন করেন। এনিয়ে একাধিক শালিস বিচার হলেও সমিরন দাশ কোন ফল পাননি। গত ৩/৪ দিন পূর্বে সমিরন দাশকে ব্রিক ফিল্ড থেকে বিতারিত করে দেন। এতে অসহায় সমিরন দাশ বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কোন কিনারা পাচ্ছেন না। এতে নবীগঞ্জ থানায় মামলা করতে গিয়েও বাধার সম্মুখিন হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
সমিরন দাশ বলেন, প্রভাবশালী হায়দার আলী তার ৭৭ লাখ টাকা আত্মসাত করে জোরপুর্বক ব্রিক ফিল্ড থেকে বের করে দিয়েছে। বর্তমানে তিনি আম-ছালা দু’দিক হারিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে হায়দার আলীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি সঠিক নয় দাবী করে ফোন রেখে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com