প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে গতকাল সকালে নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাইফুর রহমানের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেখ আব্দুল জব্বার ভবনের সামনে পথ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রদল নেতা সাইফুর রহমানের সভাপতিত্বে ও রোমান আহমেদের পরিচালানায় এতে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সেপু আহমেদ, সৌরভ আহমেদ, রবিউল, লিমন, সুহাগ, জুলহাস, নোমান, মুমিনুর, অপু, জামিল, বজলু, মমিনুর, মিলাদ, আফছার, জাকারিয়া, বিষ্ণু, ঝিনুক পাল, উজ্জ্বল, জসীম, জাহির, সাহিদ, খলিল, মোজাহিদ, কিবরিয়া, হাবিব, হেলাল, আলী হোসেন, সিরাজ, ইমানুর, শাহান, ইমন, কাওছার, নয়ন, সাজিব, মাহিদ (২), মজিদ, সেজু, ফয়েজ, জুনেদ, রুবেল, শাহিন, আলামিন, পাবেল, গালিব, মামুন, রাব্বি, সাব্বির, হিমেল, রনি, বাবুল, রাজন, তারেক প্রমূখ।
সমাবেশে বক্তারা তারণ্য নির্ভর কমিটি উপহার দেওয়ায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।