নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন খাঁন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউপ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু। এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক খাদিজা ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন, অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ। সভায় বক্তারা- নবীগঞ্জ উপজেলায় যারা জঙ্গী তৎপরতায় জড়িত ছিল তাদেরকে নজরদারীতে রাখার আহবান জানান। শহরে যানজট নিরসনে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা ও অবৈধস্থাপনা উচ্ছেদ, ইনাতগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার নিয়োগ, পল্লী বিদ্যুতের লোড শেডিং, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও পৌরসভার মেয়রকে আইনশৃঙ্খলার প্রতিটি সভায় উপস্থিত থাকার আহবান জানানো হয়।