মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৪১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত ৩ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ফুটপাত ব্যবহার করার অভিযোগে ভান্ডারি বিরিয়ানি হাউসকে নগদ ১হাজার টাকা, পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে জেবা রেষ্টুরেন্টকে ১০হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ এবং বিএসটিআই অনুমোদন না থাকায় আরাফাত কেকারীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উল্লেখিত ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে হবিগঞ্জের বিএসটিআই কর্মকর্তা মোঃ আজিজুল হাকিম ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবদুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com