স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের খনকারী পাড়া ইদ্রিস মিয়ার মেয়ের বিবাহে ২০ হাজার টাকা সাহায্য প্রদান করেছেন যুক্তরাজ্যের লোটনে বসবাসরত হবিগঞ্জ ওয়েল ফেয়ার আইন ডেভলাপমেন্ট ট্রাস্টের ভাইস প্রেডিসেন্ট ও নবীগঞ্জ ওয়েল ফেয়ার আইন ডেভলাপমেন্ট ট্রাস্টের আহ্বায়ক আলহাজ্ব মিনাল আহমেদ চৌধুরী। গতকাল ট্রাস্টের পক্ষ থেকে মিনাল আহমেদ চৌধুরীর দেয়া সাহায্যর ২০ হাজার টাকা ইদ্রিস মিয়ার নিকট হস্তান্তর করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু। এসময় উপস্থিত ছিলেন ঝলক দেব, রঞ্জিত পাল পল্টু, রঞ্জু রায়।