শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নিবন্ধন পেয়েছে এনজিও সংস্থা “স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন”

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে
SAMSUNG CSC

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের প্রতিশ্র“তি নিয়ে আত্মপ্রকাশ করেছে এনজিও সংস্থা “স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন” (এসএসএ)। গতকাল বৃহস্পতিবার সমাজ কল্যাণ মন্ত্রানালয়ের অধীন সমাজ সেবা অধিদপ্তরের পক্ষে জেলা সমাজসেবা ভারপ্রাপ্ত কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায় এনজিও সংস্থার সভাপতি দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী’র হাতে নিবন্ধন সার্টিফিকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এনজিও সংস্থা ‘স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ খান, সাধারন সম্পাদক সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয়, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নিরঞ্জন গোস্বামী শুভ ও কার্যকরী কমিটির সদস্য জাকারিয়া চৌধুরী।
উল্লেখ্য, এনজিও সংস্থা ‘স্মাইল সোস্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন একটি জনকল্যাণ মূলক ও অরাজনৈতিক সংস্থা। সংস্থাটি এলাকার অসহায়, দারিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে দূর্নীতি ও শোষনমুক্ত আত্মনির্ভর সমাজ গঠনে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহন করবে। এছাড়াও সংস্থাটি পথ শিশু বা অসহায় শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা, পূর্নবাসন, সু-চিকিৎসার ব্যবস্থা করা, এতিম, দুঃস্থ, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বাল্য বিবাহরোধ, বহু বিবাহ, যৌতুক, নারী নির্যাতনের বিরুদ্ধে জনগনের সচেতনতা বৃদ্ধি, মসজিদ, মন্দির নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, কৃষকদের মধ্যে আর্থিক অনুদান, কৃষি উপকরন বিতরণ, রমজান মাসে দরিদ্র মানুষদের নিয়ে ইফতার, অসহায় পরিবারের মধ্যে কুরবানীর গোশত বিতরণ, সাধ্য অনুযায়ী অসহায় গৃহহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা, অশিক্ষিত বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষরজ্ঞান, প্রাথমিক শিক্ষা প্রদানসহ ২৮টি কর্মসূচি পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com