বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১ ॥ পালিয়ে গেছে ৪ ডাকাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

এমএআই সজীব ॥ ডাকাতির প্রস্তুতিকালে মাধবপুর পুলিশ ধাওয়া করে এক ডাকাতকে আটক করেছে। পালিয়ে গেছে আরো ৪ ডাকাত।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল প্রায় সাড়ে ৮টার দিকে তেলিয়াপাড়া ইনচার্জ এসআই সুহেল রানার নিকট খবর আসে একটি সিএনজি যোগে এক দল ডাকাত সুরমা বাগানের দিক থেকে তেলিয়াপাড়ার দিকে আসছে। এর প্রেক্ষিতে এসআই সুহেল রানার নেতৃত্বে পুলিশ বাগান এলাকায় যায়। এরই মাঝে ডাকাত বহনকারী সিএনজিটি তাদের অতিক্রম করে। সাথে সাথে পুলিশ সিএনজিটিতে ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতদলটি তেলিয়াপাড়া অতিক্রম করে জগদীশপুরের দিকে যেতে থাকে। এ সময় এসআই সুহেল রানা জগদীশপুর তেমুনিয়া বাজারে খবর দিলে জনতা স্টীল ব্রীজের নিকট ডাকাত বহনকারী সিএনজির গতিরোধ করে। এ সময় সিএনজিতে অবস্থানরত ৪ ডাকাত পালিয়ে গেলেও জনতা রাহুল দাস (২২) নামে এক ডাকাতকে আটক করে। সে কাটিয়ারা গ্রামের ফণি দাসের পুত্র। এ সময় জনতা ডাকাত রাহুলকে গণধোলাই দেয়। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছুলে জনতা রাহুলকে পুলিশে সোপর্দ করে। গণধোলাইয়ে আহত রাহুলকে রাতে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com