বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ পুলিশ বক্স উদ্বোধন সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের উদ্যোগে ॥ বিনা বিচারে ৩০ বছর পর কারাগার থেকে মুক্তি ফেলেন কনু মিয়া বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র থেমে নেই নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের কৃতিসন্তান সামিন আহমেদের যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফাস্ট ক্লাস অর্জন ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না-সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জ শহরে ‘স্বাদ’-এর পদার্পণ: ঘরেই মিলবে প্রিমিয়াম খাবার এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক -ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক শায়েস্তাগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি হৃদয় গ্রেফতার হয়নি নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দত্তক নেয়া দু’কন্যাকে ফেরত দেয়ার পর ॥ ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে লন্ডনী মহিলা জনতা হাতে আটক ॥ সমঝোতায় মুক্তি

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের কোর্ট স্টেশন এলাকায় দত্তক নেয়া দু’কন্যাকে ফেরত দিয়ে আবার ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে এক লন্ডনী মহিলাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সমঝোতার মাধ্যমে মহিলাকে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ঘটে গতকাল রবিবার দুপুরে।
স্থানীয় সূত্র জানায়, বছর খানেক আগে করাব ইউনিয়নের হোসেনপুর গ্রামের জনৈক ব্যক্তির দু’কন্যা সন্তানকে দত্তক হিসেবে লন্ডন নিয়ে যায় একই গ্রামের লন্ডনী মহিলা। দত্তক নেয়ার বৈধতা নিয়ে লন্ডনে আইনী জটিলতায় পড়েন তিনি। এ অবস্থায় গত শনিবার দু’কন্যা কাকলী (১৪) ও আলেয়াকে (১২) নিয়ে দেশে ফিরে আসেন তিনি। গতকাল হবিগঞ্জ আদালতে হাজির হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের পিতার নিকট সমজে দেয় লন্ডনী। পরে তাদের নিয়ে তাদের পিতা মলাই মিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। শহরের কোর্টস্টেশন এলাকায় পৌছামাত্র তার দু’কন্যাকে কেড়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় মলাই চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ওই লন্ডনী মহিলাকে আটক করে সদর থানায় খবর দেয়। পরে এএসআই নূরে আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লন্ডনী মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিত দে ও করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামালসহ এক সমঝোতা বৈঠকের মাধ্যমে অপহরণের চেষ্টাকারী প্রবাসী মহিলাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি বৈঠকের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছিলাম। ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত নই।
সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিত দে বলেন, ‘বাচ্চা দত্তক নেয়া নিয়ে সমস্যা হয়েছিল। স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় মহিলাকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com