মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে ৬ লক্ষাধিক টাকার জব্দকৃত কাঠ নিয়ে দিনভর নাটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬
  • ৪৬৩ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি \ আজমিরীগঞ্জে ৬ লক্ষাধিক টাকার জব্দকৃত কাঠ নিয়ে দিনভর নাটকের অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থানায় নিয়ে আসা হবে।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারের কাঠ ব্যবসায়ী উজ্জল মিয়া ময়মনসিংহ জেলার জায়রা নামক স্থান থেকে গত শনিবার ইঞ্জিন চালিত নৌকা যোগে মেহগনি, বদ্দিরাজ, জারুলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬’শ ঘনফুট কাঠ (গোল গাছ) আজমিরীগঞ্জ লঞ্চ টার্মিনালে নিয়ে আসেন। গত রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ অহিদুর রহমান পিপিএম ও এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঠের বৈধতা যাছাই করেন। এ সময় ব্যবসায়ী উজ্জল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে কাঠগুলো জব্দ বৈধ্য কাগজ পত্র নিয়ে থানায় আসার জন্য বলেন। পরে উজ্জল মিয়া কাঠ ছাড়িয়ে নিতে বিভিন্ন স্থানে ধর্ণা দিতে থাকেন।
এ ব্যাপারে ওসি মোঃ অহিদুর রহমান পিপিএম বলেন, অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার জব্দকৃত কাঠ থানায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com