মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

এবার ঘাতক শাহেদের স্বীকারোক্তি ॥ সুন্দ্রাটিকি গ্রামে যেভাবে হত্যা করা হয় ৪ শিশুকে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
  • ৪৪৫ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥
বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যার ঘটনায় এবার স্বীকারোক্তি দিল র‌্যাবের হাতে আটক ঘাতক শাহেদ। এ নিয়ে ৪ শিশু হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৪ জনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইতোপূর্বে মূল পরিকল্পনাকারী বাগালের দুই ছেলে রুবেল ও জুয়েল এবং আরজু স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ কাউসার আলম শাহেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন।
৪ শিশু হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে শাহেদ আদালতকে জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবদুল আলী বাগালের নেতৃত্বেই ওই চার শিশুকে হত্যা করা হয়। সে জানায়, আবদুল আলী বাগালের লেবু বাগানে ৪শিশুকে হত্যা করা হয়। এ সময় হত্যাকাণ্ডে অংশ নেয় ৮ জন।
তবে আদালতে আসামীদের দেয়া স্বীকারোক্তির মধ্যে রয়েছে অনেক গড়মিল। রুবেলের দেয়া স্বীকারোক্তিতে সে উল্লেখ করেছিল হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল ৫ থেকে ৬ জন। এর একদিন পর জুয়েল স্বীকারোক্তিতে জানায় হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল ৭ থেকে ৮ জন। হত্যাকাণ্ডের স্থান উল্লেখ করেছিল সিএনজি চালক বাচ্চু মিয়ার গাড়ির গ্যারেজে। এর দুইদিন পর পাশের বাড়ির আরজু তার দেয়া জবানবন্দিতে সে জানায় হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল ৯ থেকে ১০ জন। আর হত্যাকাণ্ডের স্থান হিসেবে উল্লেখ করেছিল বাগালের লেবু বাগান। গতকাল শাহেদের দেয়া জবানবন্দিতে সে উল্লেখ করে হত্যাকান্ডে অংশ নেয় ৮ জনের ঘাতকদল। আর হত্যা করা হয় আলোচিত আব্দুল আলী বাগালের লেবু বাগান।
অপর দিকে মূল পরিকল্পনা কারী আব্দুল আলী বাগালকে ১০দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালে হত্যার দায় স্বীকার করেনি।
এদিকে চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোকতাদির হোসেন রিপন স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে শাহেদ ২ দফায় ৮ দিনের রিমান্ডে ছিল। রিমান্ড শেষে দুপুরে তাকে আদালতে আনা হলে সে এই জবানবন্দী প্রদান করে। তিনি আরো জানান, এ ঘটনায় এর আগে হত্যাকাণ্ডের মূল হোতা আব্দুল আলী বাগালের দুই ছেলে রুবেল, জুয়েল ও প্রতিবেশী আরজু হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং হত্যার ঘটনা বর্ণনা করেছে। আশা করছি খুব দ্রুতই মামলার চার্জশীট আদালতে জমা দিতে পারব এবং হত্যার সুষ্টু বিচার হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্র“য়ারী শুক্রবার বিকেলে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। পরে নিখোঁজের ৫ দিন পর হত ১৭ ফেব্র“য়ারী বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটিকি এলাকার পার্শ্ববর্তী ইছাবিলে তাদের বালি চাপা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পুলিশ ৭ জনকে আটক করেছে। পরে আটক রুবেল, জুয়েল, আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার ঘটনা বর্ণনা করে। এছাড়া গত ২৪ ফেব্র“য়ারি বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মামলার প্রধান আসামী বাচ্চু নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com