এম এ আই সজিব \ হবিগঞ্জ শহরতলীর ছোটবহুলা গ্রামে ফকিরবাড়ির লোকজনের হামলায় আহত বড়বাড়ির আজিদ মিয়া (৩০) মারা গেছে। এদিকে আজিদ মারা যাবার খবর আসার পর ওই গ্রামে আসার ফকির বাড়ির প্রায় অর্ধশত বাড়ি ঘরে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। নিহত আজিদ ওই গ্রামের মৃত আতাব আলীর ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের বড় বাড়ি ও ফকির বাড়ির গোষ্টির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় ১ বছর পূর্বে ফকির বাড়ির লোকজন বড় বাড়ি গোষ্টির নুর আলম নামে এক বক্তির পেট কেটে ফেলে। অপর ঘটনায় বড় বাড়ি গোষ্টির মজু নামে অপর এক ব্যক্তিকে ছোড়া দিয়ে ক্ষতবিক্ষত করে। এর জের ধরে ফকির বাড়ি গোষ্টির কুতুব উদ্দিন প্রায় ৩ মাস পূর্বে হবিগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে রাত ৮ টার দিকে বড় বাড়ির নিকট পৌছুলে কথিপয় ব্যক্তি তাকে আটকিয়ে একটি কান কেটে ফেলে। এসব ঘটনায় মামলা করা হয়।
স্থানীয় সূত্রে গত শুক্রবার দুপুর ১ টর দিকে আজিদ মিয়া (৩০) বাড়ির সামনে দোকানে যায়। এ সময় ফকির বাড়ি গোষ্টির কুতুব উদ্দিন, তার ভাই মঈনুদ্দিন সহ ৮/১০জন লোক আজিদ মিয়াকে ধরে নিয়ে যায়। কিছু দুর যাবার পর দুর্বৃত্তরা প্রথমে আজিদের একটি কান কেটে ফেলে। আরো কিছু দুর যাবার পর বাম হাতটি কেটে নিয়ে যায়। প্রত্যক্ষদর্র্র্শী জানায়, এসময় কুতুব উদ্দিন কেটে নেয়া আজিদের কাটা হাতটি নিয়ে উলাস করতে করতে গ্রামের ব্রীজে গিয়ে আঁচড়িয়ে হাতটিকে নিশ্চিহ্ন করে ফেলে। এদিকে আহত অবস্থায় আজিদকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আশংকাজনক অবস্থায় আজিদকে সিলেট প্রেরণ করা হয়। চিকিৎসাধিন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ২ টার দিকে আজিদ মারা যায়।
এদিকে আজিদ মিয়া মারা যাবার খবর এলাকায় পৌছুলে উত্তেজিত হয়ে ফকির বাড়ি গোষ্টির বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট ৗ অগ্নিসংযোগ করা হয়। জানা গেছে নুরুল হক মেম্বার, কুতুব উদ্দিন, খুর্শেদ মিয়া, আব্দুর রহমান, আরব আলী, জলিল মিয়া, শাহাব উদ্দিন, সাহেব আলী, আফরোজ মিয়া, আব্দুল ওয়াহেদ ও ফুরুখ মিয়ার বাড়ি এবং আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা করে। দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস দাবী করছে। অপরদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন বলছেন ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ১৫ লাখ টাকার মত হবে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারসহ আরো অনেকেই দাবী করছেন ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে।
বড়বাড়ির দাবী তাদের হয়রানী করতে ফকিরবাড়ীর লোকজন নিজেদের বাড়ীতে আগুন দিয়েছে
অপর দিকে ছোট বহুলা গ্রামে পৈশাচিক নির্যাতনে নিহত আজিদ মিয়ার পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে ফকির বাড়ীর লোকজন তাদেরকে তাদেরকে হয়ারনী করতে নিজেদের ঘরে আগুন দিয়ে নাটক সাজিয়েছে। শুক্রবার দুপুরে আজিদ মিয়ার নিহত হওয়ার খবর পেয়েই তারা বাড়ী থেকে পালিয়ে যাওয়ার সময় নিজেদের বাড়ীতে অগ্নিসংযোগ ও ভাংচুরের এই ঘটনা ঘটায়।
গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে আজিদ মিয়ার চাচা আমির হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ১৯ ফেব্র“য়ারী শুক্রবার জুম্মার নামাজের পর আজিদ মিয়া বাড়ী ফেরার পথে ফকির বাড়ীর জালাল উদ্দিন, কুতুব উদ্দিন, মঈন উদ্দিন, রুবেল, খুর্শেদ আলী ও জসিম গংরা তাকে মুখে কাপড় দিয়ে হাত পায়ে ধরে জোর পূর্বক আক্রাম আলীর বাড়ির নিকট নিয়ে নির্মমভাবে কুপিয়ে বাম হাত ও বাম কান শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেও ক্ষান্ত হয়নি। তার শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে জখম করে। শুক্রবার সে সিলেটের ওসমানী হাসপাতালে ইন্তেকাল করে। শনিবার বিকেলে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
তিনি আরও বলেন, আমরা ফকির বাড়ীর নির্যাতনে হারিয়েছি তরতাজা যুবক অজিদ মিয়াকে। এখন তারা নাটক সাজাচ্ছে। আমরা আশংকা করছি তারা যে কোন সময় আমাদের বাড়ী-ঘর আক্রমন করতে পারে। এমতাবস্থায় আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহিবুর রহমান, আঃ আওয়াল, আরব আলী ও সাহাব উদ্দিন।