বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিজয় দিবস কাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৫ উদ্বোধন করেছেন আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান এম.পি। গতকাল বুধবার বিকাল ৪ টায় বানিয়াচং এল.আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম রাউন্ড সুর্য্য সেনা ফুটবল ক্লাব বনাম দুর্জয় স্পোটিং ক্লাব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আলহাজ আমির হোসেন মাষ্টার। এসময় প্রতিযোগি খেলোয়ার ও রেফারিদের সাথে কুশলবিনিময় করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর নির্মেলেন্দু চক্রবর্ত্তী, বানিয়াচং বাজার সভাপতি রোটারিয়ান আলহাজ রেজাউল মোহিত খান, ফুটবল প্রতিযোগিতার আহবায়ক মোঃ এনামুল মোহিত খান, সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, অধ্যাপক আব্দুল আহাদ খান, অবসরপ্রাপ্ত এজিএম মোঃ ফজলু মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মতিউর রহমান মুতি, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানী, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, ক্রীড়াবিদ তোতা মিয়া চৌধুরী, মোঃ চনু খান, গোলাম কাদির বছু, প্রধান শিক্ষক সাহেদ মিয়া, রেহাছ মিয়া, ব্যাংকার মোতাব্বির হোসেন খান, ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল, শাহজাহান মিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় সূর্যসেনা ফুটবল ক্লাব ৪ গোলে দূর্জয় স্পোটিং ক্লাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে গেল। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় যাত্রাপাশা একাদশ বনাম আদর্শ বাজার আইডিয়াল স্পোটিং ক্লাব ফুটবল টিমের মধ্যে দর্শনীয় খেলা অনুষ্ঠিত হবে।